জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ আগষ্ট) বিকেল ৩ টার সময় কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে শোকাবহ আগষ্ট মাসের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন ছাত্রলীগ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
বাংলাদেশ ছাত্রলীগ দাইপুকুরিয়া ইউনিয়ন শাখার সভাপতি ডলার মিয়ার সভাপতিত্বে, অত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জাব্বার আলির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলার চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজমুল কবির মুক্তা, আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম (টুটুল খাঁন), শিবগঞ্জ যুবলীগের সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম (টিসু), দাইপুকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসরাফিল ইসলাম, শিবগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগের সভাপতি রিজভী আলম রানা, সাধারণ সম্পাদক আশিফ আহসান, জামবাড়ীয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রমূখ।
শোক, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কমিটির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷

১৭.০৪°সে

