পবিত্র আশুরা পালন উপলক্ষে আজ দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতের মোহদিপুর বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন বন্দরের একটি নির্ভরযোগ্য সুত্র।
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের অন্যতম দায়িত্বশীল নেতা আব্দুল আউয়াল বলেন, আশুরা উপলক্ষে সরকারী ছুটিতে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পূনরায় বাণিজ্য সচল হবে। সোনামসজিদ স্থল বন্দরের আমদানি, রফতানি সমিতির নেতা আলহাজ্ব তালেব উদ্দিন ও বন্দরের একজন কাষ্টম কর্মকর্তা বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ২ থেকে ৩’শ ট্রাক বিভিন্ন প্রকারের পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। অপরদিকে, ভারতে রফতানি হয় শতাধিক ট্রাক বিভিন্ন ধরনের পণ্য।
একদিনে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে কয়েক কোটি টাকা।

১৭.০৪°সে

