চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বালুচর এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ধুলু আলী (৩৫) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি কানসাট পুখুরিয়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে। শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কানসাট বালুচর এলাকায় বিদ্যুৎ সংযোগ লাইনের জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই আবদুল বাশির ও কানসাট ইউপির ১নং ওয়ার্ড সদস্য মমরেজ আলী।

২২.১৫°সে

