Header Border

ঢাকা, শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ (শীতকাল) ২২.১৫°সে
Headline :
গুম-খুন-পেট্রোলবোমার অপরাজনীতির জন্য বিএনপিকে ক্ষমা চাইতে বললেন তথ্যমন্ত্রী পানির বদলে প্রস্রাব আর চোখে মরিচের গুড়া দিয়েছিল ওসি প্রদীপ নির্যাতিত অসহায় সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোকাবহ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র আশুরা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ হাজার ভারতীয়’র দেশে ফিরতে বাধা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ মিস্ত্রিরির মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও মাদক সহ গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবির ভ্যান, সেলাইমেশিন ও ছাগল বিতরন রাজবাড়ীতে ১০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যতদিন বেঁচে আছি ততদিন এতিমদের পাশে থাকব: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তোমরা যারা এতিম তাদের ব্যথা আমরা বুঝি। আমিও একদিন ঘুম থেকে উঠে শুনি আমার বাবা-মা-ভাইসহ কেউ নেই। তাই প্রিয়জন হারানোর বেদনা আমি বুঝি। তোমরা যারা এতিম, তারা একা নও। যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের পাশে আমি আছি।

শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শহীদদের স্মরণে ও ৫০ হাজারবার কোরআন খতম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশের বিভিন্ন এতিম খানা ও সরকারি শিশু পল্লী থেকে শিশুরা মোনাজাতে অংশ নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া মাহফিলে অংশ নেন।

এতিমদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, তোমাদের জন্য অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে । তোমরা প্রতিটি শিশু যেন নিজের পায়ে দাঁড়াতে পারো এজন্য তোমাদের ভোকেশনাল ট্রেনিং দেয়া হচ্ছে। বাবা-মা কারো চিরকাল থাকে না। তোমরা মানুষের মতো মানুষ হলে বাবা-মা যেখানেই থাকুক, তারা তোমাদের জন্য দোয়া করবেন। তোমরা মানুষ হতে পারলে তোমরাও একদিন এতিমদের পাশে দাঁড়াতে পারবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এবং আমার ছোট বোন শেখ রেহানা সব সময় তোমাদের মতো এতিম এবং অসহায়দের কথা ভাবি। এজন্য তোমাদের বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে দেয়া যায় আমরা সে চিন্তা করি। তোমাদের জন্য অনেক সুযোগ-সুবিধা বাস্তবায়ন করেছি। আমাদের জীবনে তোমরাই সবচেয়ে আপনজন। এজন্য আমাদের পরিবারে যে কারো জন্মদিনে আমরা বাইরে বড় করে কোনো অনুষ্ঠান না করে তোমাদের মত এতিমদের কাছে আমরা মিষ্টি ও খাবার পাঠাই।

তিনি বলেন, বড়লোকেরা তো সব সময় ভালো ভালো খাবার খায়। যে কারণে জন্মদিনে অন্য কাউকে দাওয়াত না করে আমরা তোমাদের মতো শিশুদের দাওয়াত করি। তোমাদের জীবন সুন্দর হোক, সফল হোক। মন দিয়ে পড়াশোনা করবে। সততা, নিষ্ঠা ও একাগ্রতা নিয়ে তোমরা কাজ করবে। নিজেরা বড় হতে পারলে তোমরা একদিন এই রাষ্ট্রের উপকার করতে পারবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গুম-খুন-পেট্রোলবোমার অপরাজনীতির জন্য বিএনপিকে ক্ষমা চাইতে বললেন তথ্যমন্ত্রী
পানির বদলে প্রস্রাব আর চোখে মরিচের গুড়া দিয়েছিল ওসি প্রদীপ
নির্যাতিত অসহায় সাংবাদিক ফরিদুল মোস্তফার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহবান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শোকাবহ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র আশুরা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ হাজার ভারতীয়’র দেশে ফিরতে বাধা

আরও খবর

Designed & Developed Bartaman ICT